Jagannath Universitir Sikkhartider Dabi Adayer Lokkhe Somabese jog din.

শিক্ষার বানিজ্যিকীকরণ বিরোধী জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র আন্দোলনের পাশে রয়েছে "জাতীয় স্বার্থে ব্লগার-অনলাইন একটিভিস্ট"রা। আগামী শুক্রবার বেলা চারটায় শাহবাগে সমাবেশে চলে আসুন সদলবলে, ছাত্রদের পাশে দাড়িয়ে বজ্রকন্ঠে বলি, শিক্ষার অধিকার আমাদের সকলের। আমাদের এই অধিকার থেকে কেউ বঞ্চিত করতে পারবে না। বাড়তি সেমিস্টার ফি ছাত্ররা দেবে না, ছাত্ররা আর মেসে থাকবে না, তারা হলে থাকবে।
নিচের লেখাগুলো পড়ুনঃ
প্রসঙ্গ- জগন্নাথ বিশ্ববিদ্যালয় এবং শিক্ষার বানিজ্যিকীকরণ - আসিফ মহিউদ্দীন
আসেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ন্যায্য আন্দোলনে সংহতি জানাই - পারভেজ আলম
আপনা হাত জগন্নাথ, করবে রে ভাই বাজিমাত - মাহবুব রশিদ
মুল লেখা এখানে